নিদ্রাহীন রাতের সমাধান, Sound Hasira তোমার সাথী! - Jhu Innovations
Webতাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার, হে দুঃখী, হে দীনহীন। দীনতা তোমার ধরিবে ঐশ্বর্যদীপ্তি, যদি নত রহে তাঁরি দ্বারে। আর কেহ নহে নহে নহে. Webগভীর রাতের নিস্তব্ধতায় গড়ে তুলি সুর, নির্জনতার বাঁশিতে বাজে মধুর রাগ। একাকিত্বের মাঝে খুঁজে ফিরি সঙ্গী, Webনিদ্রাহীন নিশির ভাবনায়। তবুও লেখা সপ্ন দেখা হয়নি তার শেষ, লেখতে দেখতে রাত পোহালো ঝরে পরলো মাথার কালো কেশ। চক্ষু হলো রক্তের মতো
আমার স্বপনলোকে দিশাহারা ॥. Webবিনিদ্র রাত, তোমার কাছেই কৃতজ্ঞ আমি জানি তুমি সেই ভীষণ কাফ্রি সুন্দরী, যার ওষ্ঠে রয়েছে তরল গরল, যার ছোঁয়া পেলে সহজে কখনও হারায় না. Webদোসর আমার, দোসর ওগো, কোথা থেকে কোন্ শিশুকাল হতে আমায় গেলে ডেকে। তাই তো আমি চিরজনম একলা থাকি, সকল বাঁধন টুটল আমার, একটি কেবল রইল বাকি. Webকাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন; আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর Webতুমি রাতের সেই নীরবতা দেখেছো কি ? শুনেছো কি রাত্রির কান্না ?
আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর Webতুমি রাতের সেই নীরবতা দেখেছো কি ? শুনেছো কি রাত্রির কান্না ? বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি ? নিবিড় আ্ঁধার নেমে আসে ছায়া ঘন কালো.